শিক্ষা

বিখ্যাত কিছু উক্তি শিক্ষামূলক উক্তি

বিখ্যাত কিছু উক্তি শিক্ষামূলক উক্তি ও শিক্ষা সম্পর্কিত বিখ্যাত মনীষীদের

Table of Contents

শিক্ষামূলক উক্তি জীবনের উন্নয়নের প্রধান সোপানই হল শিক্ষা । যুগে যুগে মনীষীরা শিক্ষা বিষয়ক নানা উক্তি আমাদের জন্য রেখে যান । সেই শিক্ষামূলক উক্তিগুলি আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপ রচনা করতে সাহায্য করে আসছে । আজ বিভিন্ন মনীষীর শিক্ষা সম্পর্কিত ও শিক্ষামূলক উক্তিগুলি থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ উক্তি এখানে তুলে আনা হলো।

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক ও শিক্ষা সম্পর্কিত কিছু উক্তি:-

১. “তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।” – রবীন্দ্রনাথ ঠাকুর

২.” আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।” -রবীন্দ্রনাথ ঠাকুর

৩.“ অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়—পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়। “- রবীন্দ্রনাথ ঠাকুর

৪.“ শিক্ষা কোনো দেশেই সম্পূর্ণত ইস্কুল হইতে হয় না এবং আমাদের দেশেও হইতেছে না। পরিপাকশক্তি ময়রার দোকানে তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। “- রবীন্দ্রনাথ ঠাকুর

৫. ” শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি। “- রবীন্দ্রনাথ ঠাকুর

৬.“ শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য—ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। “- রবীন্দ্রনাথ ঠাকুর

৭.“ মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ”
-রবীন্দ্রনাথ ঠাকুর

জাতীয় যুব দিবসে স্মরণে স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কিত কিছু উক্তি:-

৮.”মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।” – স্বামী বিবেকানন্দ

৯.” আমাদের দেশের শতকরা নব্বই জনই অশিক্ষিত,অথচ কে তাহাদের বিষয় চিন্তা করে? এইসকল বাবুর দল কিংবা তথাকথিত দেশহিতৈষীর দল কি? ।” -স্বামী বিবেকানন্দ

১০.”ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও।“- স্বামী বিবেকানন্দ

230px APJ Abdul Kalam Speech বিখ্যাত কিছু উক্তি শিক্ষামূলক উক্তি

এ.পি.জে আব্দুল কালাম এর শিক্ষামূলক কিছু উক্তি বা বাণী :-

১১.”জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক | জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।“- এ.পি.জে আব্দুল কালাম

১২.“ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন।“- এ.পি. জে.আব্দুল কালাম

১৩.”যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে | জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসেনা।“- এ.পি. জে. আব্দুল কালাম

birth anniversary of Dr. Sarvepalli Radhakrishnan

সর্বপল্লী রাধাকৃষ্ণন এর শিক্ষামূলক কিছু উক্তি:-

১৪.”সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন

১৫. “পাপে নিমগ্ন যে জন, তাঁরও একটা ভবিষ্যৎ আছে। মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে। কেউ-ই ভালো-খারাপের অতীত নয়।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন

১৬.”ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই অনুভব করেন, দুঃখ ভোগ করেন। তাঁর গুণসমূহ, জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই প্রকাশিত হয়।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন

১৭.” বই হল এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন

১৮.” আমরা যে মানবজীবন পেয়েছি তা হল আদর্শ মানবজীবন গড়ে তোলার উপকরণ।“- সর্বপল্লী রাধাকৃষ্ণন

birth anniversary of Dr. Sarvepalli Radhakrishnan

মহাত্মা গান্ধীর কিছু শিক্ষামূলক উক্তি:

১৯.”এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।“-মহাত্মা গান্ধী

২০.”ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা।“-মহাত্মা গান্ধী

২১.”আপনি নিজে সেই পরিবর্তন হোন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।“-মহাত্মা গান্ধী

albert-einstein

আলবার্ট আইনস্টাইন এর কিছু শিক্ষামূলক উক্তি:-

২২.”যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। ”
-অ্যালবার্ট আইনস্টাইন

২৩.”বিশ্বের সবচেয়ে অজ্ঞেয় বিষয় তা বোধগম্য হয় না ।”-অ্যালবার্ট আইনস্টাইন

২৪.”যেকোন বুদ্ধিমান বোকা জিনিষকে বড় করতে পারে, আরো জটিল, এবং আরও তীব্র। এটি একটি প্রতিভাকে স্পর্শ করে, এবং সাহস অনেকটা বিপরীত দিকে অগ্রসর হয়। ”-অ্যালবার্ট আইনস্টাইন

আলবার্ট আইনস্টাইন এর কিছু শিক্ষামূলক উক্তি

২৫.”বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।“-চাণক্য

২৬.”বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।“- চাণক্য

এরিস্টটল এর শিক্ষামূলক কিছু উক্তি:-

২৭.”সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা।“- এরিস্টটল

২৮.“ শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ”
-এরিস্টটল

২৯.“ বৈষম্য কমাতে শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেটা মানুষকে চাকরির দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে।” -ড. মুহাম্মদ ইউনূস

৩০.“ যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতীর জন্য বিষ বলে গন্য করেছেন ।” -আল্লামা ইকবাল

৩১.“ আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি । ”-শেলী

90527775 141949293977088 6860736816819994624 n.jpg? nc cat=106&ccb=1 7& nc sid=dd63ad& nc ohc=caLmMvN7LKsAX9LwUe8& nc ht=scontent.fbah3 1 বিখ্যাত কিছু উক্তি শিক্ষামূলক উক্তি

সক্রেটিস এর কিছু শিক্ষামূলক উক্তি:-

৩২.” দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব যাদুতুল্য।” -সক্রেটিস

৩৩.” যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে,আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। ” – সক্রেটিস

৩৪”তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।” -নেপোলিয়ন বোনাপার্ট

৩৫.”শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা।“-হেলেন কেলার

৩৬.“ শিক্ষাই শক্তি, জ্ঞানই আলো, শিক্ষাই জাতির মেরুদন্ড।“-সংগৃহিত

৩৭.”মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।“-মুনির চৌধুরী

৩৮.”মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা তাই হল শিক্ষা।“- ঋষি অরবিন্দ

৩৯.”একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তি কে জাগ্রত করতে পারে না।” – শেখ সাদী

৪০.”একজন মহান ব্যক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।“– কার্লাইন

৪১.” আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।“– শিলার

৪২.” অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায়।“-এডওয়ার্ড হল

৪৩.” জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।” – এরিষ্টটল

৪৪.”যে যত বেশী ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে।“– টমাস হুড।

৪৫.”শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া। “– আইভরি ব্রাউন

৪৬.” শিক্ষা হলো সভ্যতার রূপায়ন।” – উইল এণ্ড এরিয়াল ডুরান্ট

৪৭.” মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না। “– রবার্ট ই লি

৪৮. ” মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির – এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব। ” – বাট্রাণ্ড রাসেল

৪৯.” মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। ” – উইলয়াম আর্থার ওয়ার্ড

৫০.” একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। ” – হেনরি এডামস

৫১.”একজন শিক্ষিত লোক নিঃসন্দেহে সম্পদশালী লোক।“- লা ফন্টেইন

৫২.”যে পরিবারে সবাই শিক্ষিত, সে পরিবারে এমন একটা দীপ্তি আছে, যা অন্ধকারকে দূরে সরিয়ে দেয়।“-রবার্ট ফ্রস্ট

৫৩.”জীবনের ব্যাপক সময় ধরেই শিক্ষা গ্রহণ করতে হয়। শিক্ষার শেষ নেই।“- কুপার

৫৪.”আমার বিশ্বাস,শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক স্বশিক্ষিত।“- প্রমথ চৌধুরী

৫৫.”শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পরিপূর্ণতা আসে।“- টমাস হুড

৫৬.”শিক্ষা অলংকারের মত নয়, এর হারিয়ে যাবার সম্ভাবনা নেই।“- বার্নাস

৫৬.”শিক্ষা প্রকৃত মানুষের জন্ম দেয়।“-জন গে

৫৭.”প্রতিটি জাতির ভিত্তি মজবুত হবে যদি সে জাতি শিক্ষিত হয়।“-টমাস জেফারসন

৫৮.”শিক্ষা সুন্দর আলো,কারুকার্যময় ভবিষ্যত এবং আত্মবিশ্বাস দেয়।“- ফ্রান্সিস বেকন

৫৯.”শিক্ষা মনের একটি চোখ।“- জোনাথন সুইফট

৬০.”আনুষ্ঠানিক শিক্ষা তোমাকে জীবিকার নিশ্চয়তা দেবে আর স্বশিক্ষা সৌভাগ্যের দুয়ার খুলে দেবে।“- জিম রন

আশা করি লেখাটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।

Show More
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button