বিশ্বইসলাম

পরিবর্তন হতে যাচ্ছে ওমরাহ ভিসার নিয়ম

ওমরাহ ভিসার নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব। এতে এখন থেকে এক ব্যক্তির ওমরাহ ভিসার মেয়াদ থাকবে তিন মাস বা ৯০ দিন।

গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে তিন মাস বা ৯০ দিন মেয়াদ থাকবে।

মন্ত্রণালয় বলেছে, এই পরিবর্তনের লক্ষ্য আসন্ন হজ মৌসুম শুরুর আগে এবং চলাকালীন সময়ে হজযাত্রীদের আগমন এবং কার্যক্রম আরও ভালভাবে পরিচালনা করা।

মন্ত্রণালয় বর্তমানে অবস্থানরত হজযাত্রীদের তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

Show More
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button