ওমরাহ ভিসার নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব। এতে এখন থেকে এক ব্যক্তির ওমরাহ ভিসার মেয়াদ থাকবে তিন মাস বা ৯০ দিন।
গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে তিন মাস বা ৯০ দিন মেয়াদ থাকবে।
মন্ত্রণালয় বলেছে, এই পরিবর্তনের লক্ষ্য আসন্ন হজ মৌসুম শুরুর আগে এবং চলাকালীন সময়ে হজযাত্রীদের আগমন এবং কার্যক্রম আরও ভালভাবে পরিচালনা করা।
মন্ত্রণালয় বর্তমানে অবস্থানরত হজযাত্রীদের তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
Discover more from AnyNews24.Com
Subscribe to get the latest posts sent to your email.