বিনোদন খবরগান
মার খেয়েছির’ ১১ বছর পর আসছে ‘মার খেয়েছি ২’ খন্দকার বাপ্পির
খন্দকার বাপ্পির অনেক জনপ্রিয় গানের মধ্যে এটি একটি ‘মার খেয়েছি’
২০১৩ সালে সংগীতার ব্যানারে ‘মার খেয়েছি’ গান রিলিজ হলে ব্যাপক আলোচিত হয়, তারই ধারাবাহিকতায় গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে নির্মাণ হয় ‘ মার খেয়েছি ২’
১১ বছর পর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে খন্দকার বাপ্পির নতুন গান ‘মার খেয়েছি ২’।
গানটির কণ্ঠ দেবার পাশাপাশি কথা ও সুর করেছেন খন্দকার বাপ্পি। সংগীত করেছেন মেহেদী বাপন। দেশী টায়রো এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ হয়েছে।
বিশ্ব ভালোবাসা দিবসকে উপলক্ষ করে গানটি রিলিজের প্রস্তুতি চলছে। গানের মডেল হিসেবে কাজ করেছেন র্যাম্প মডেল রাখি ও তারেক।
গানটি নিয়ে খন্দকার বাপ্পি বলেন, পুরো বাংলাদেশে ‘মার খেয়েছি’ গানটির কল্যাণে ফ্যান বেজ তৈরি হয়েছে, তাদের কথা মাথায় রেখে ও গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে ‘মার খেয়েছি ২’ নির্মাণ করেছি। এ গানটির জন্য পুরো টিম অনেক প্ররিশ্রম করেছেন।
আশা করছি গানটি সাড়া ফেলবে আগের গানের থেকেও বেশি।
খন্দকার বাপ্পির ওরজিনিয়াল ফেসবুক আইডি লিংক |