
শুক্রবার মুসলমানদের পবিত্র জুমা বার। এ দিনটিতে দলে দলে মানুষ নামাজ পড়তে যান। মসজিদে স্থান সংকুলান না হলে মুসল্লিরা রাস্তায় বসে পড়েন প্রার্থনায়। এ দৃশ্য ভারতেও দেখা যায়। এবার শুক্রবার রাস্তা আটকে নামাজের বিরোধিতায় পথে নামল হাওড়ার বিজেপি যুব মোর্চা। শুক্রবার রাস্তায় নামাজের বিপরীতে তারা মঙ্গলবার হনুমান চালিশা পালন করেছেন।
গতকাল মঙ্গলবার বালিখালে বজরংবলি মন্দিরের সামনে শ’খানেক বিজেপি কর্মী রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করেন। বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং বলেন, যতদিন না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব। গেরুয়া শিবিরের অভিযোগ, রাস্তা আটকে আমজনতাকে দুর্ভোগে ফেলার অধিকার কারো নেই।
এই প্রসঙ্গে হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি ওপি সিং বলেন, ধর্মীয় রীতিনীতি পালনের থাকলে তা বাড়িতে করাই ভালো। রাস্তা আটকে মানুষকে বিপদে ফেলা উচিত নয়। তিনি আরো বলেন, ধর্মীয় আচার আচরণ পালনের জায়গা হল মন্দির, মসজিদ, গুরুদ্বার বা চার্চ।
কিন্তু এই বাংলায় যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসেছে, সেদিন থেকে বাংলার সংস্কৃতি পুরোপুরি নষ্ট হতে বসেছে। দিদি আসার পর প্রত্যেক শুক্রবার জিটি রোড বন্ধ করে একটি সম্প্রদায়ের মানুষ নামাজ পড়ছে। প্রতি শুক্রবার নমাজের জন্য গ্র্যান্ড ট্যাংক রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। রোগী মারা যাচ্ছেন।
অফিসযাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাই তার প্রতিবাদে আমরা মঙ্গলবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হনুমান মন্দির লাগোয়া রাস্তায় বসে হনুমান চালিশা পাঠের সিদ্ধান্ত নিয়েছি৷
এর প্রতিবাদে এদিন প্রতীকী আন্দোলন হিসেবে জিটি রোড বন্ধ করে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয়। ভবিষ্যতে রাস্তাজুড়ে নামাজ পড়া বন্ধ না হলে, প্রত্যেক মঙ্গলবার জেলার সমস্ত হনুমান মন্দিরের সামনে রাস্তা বন্ধ করে হনুমান চালিশা পাঠ করা হবে। বিজেপির দাবি, বাংলায় হিন্দুরা যেমন দুর্গাপূজা, ছট পূজা করে, তেমনই মুসলমানরাও নানা ধর্মীয় অনুষ্ঠান করে। কিন্তু শুক্রবারের মতো ব্যস্ত দিনে কোনো মতে রাস্তা আটকানো যাবে না।
ওইদিন বিজেপির প্রতীকী আন্দোলনে পাঁচ মিনিটের জন্য জিটি রোড বন্ধ হয়ে যায়। পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয়। তাতে ব্যাপক যানজট হয়ে যায়। বিজেপি নেতারা পরে বলেন, পাঁচ মিনিটে যদি এমন যানজট হয়ে যায়, তবে ভাবুন সারা রাজ্যে শুক্রবার দেড় ঘণ্টা ধরে রাস্তা আটকে রাখলে কী অবস্থা হয়? গেরুয়া শিবিরের হুঁশিয়ারি, রাস্তায় বসে হনুমান চালিশা পাঠের জন্য যদি গ্রেপ্তার করা হয়, তাতেও এই কর্মসূচি থেকে সরবে না দল। প্রসঙ্গত, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার বালিখালে হনুমান চালিশা পাঠের সময় যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল।
লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক ইস্যুতে চলছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। অনেকেই বলছেন, তাদের এই রাজনৈতিক কোন্দলে নবতম সংযোজন রাস্তা আটকে নামাজ পাঠ নিয়ে বিজেপির বিরোধিতা করছে। রাজনৈতিক মহলের মতে, বারবার বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ উঠেছে।
অবশ্য তৃণমূল কংগ্রেস হাওড়া জেলার (সদর) সভাপতি তথা সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, আমরা এই নামাজ জন্মের আগে থেকে দেখে আসছি। এর সঙ্গে অযথাই তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এ সব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।
সূত্র: এই সময়, সংবাদ প্রতিদিন
#WATCH WB: Bharatiya Janata Yuva Morcha recite Hanuman Chalisa near Bally Khal in Howrah. OP Singh, BJYM Pres, Howrah says, “GT Road is blocked to offer Friday namaz. Patients die,people can’t reach office on time.Recitation continues till Friday Namaz like that is offered (25.6)