
আলিয়া ভাট
‘ইনশাল্লাহ’তে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন আলিয়া ভাট। ছোটবেলা থেকে তাঁর স্বপ্ন সঞ্জয়লীলা বানসালির ছবিতে অভিনয়ের। ছবিটাতে সেই সুযোগ তো মিললই, তাও আবার সালমান খানের সঙ্গে জুটি বেঁধে! আলিয়া টুইট করে জানিয়েছিলেনও তাঁর স্বপ্নপূরণের কথা। অথচ বানসালি-সালমানের দ্বন্দ্বে ছবিটাই বন্ধ হয়ে গেল! তাতে শুধু স্বপ্নভঙ্গই হয়নি আলিয়ার, হারালেন আমির খানকে! কারণ ‘ইনশাল্লাহ’র জন্য তিনি ফিরিয়ে দিয়েছিলেন আরেক খানের প্রস্তাব। ভারতের বিখ্যাত ধর্মগুরু ভগবান শ্রী রাজনীশ ওশোর বায়োপিক বানানোর পরিকল্পনা করেছিলেন আমির খান।
তাতে ওশোর আলোচিত শিষ্য মা আনন্দ শীলার চরিত্রের জন্য বলেছিলেন আলিয়াকে। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, “আমিরের প্রস্তাবের আগেই ‘ইনশাল্লাহ’র জন্য শিডিউল দিয়ে দেন আলিয়া। তাই ছবিটি তখন ছেড়ে দিতে হয়।” সে সময়ে এক সাংবাদিককেও আলিয়া বলেছিলেন, ‘ছবির [ওশো] গল্পটা আমার ভীষণ ভালো লেগেছিল।
কিন্তু কিছু করার ছিল না।’ দুই কূল হারিয়ে আলিয়া যে ভীষণ মুষড়ে পড়েছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রটি নিশ্চিত করে জানিয়েছে সেটাও, ‘ছবিটাতে [ইনশাল্লাহ] অভিনয়ের জন্য আলিয়া আরো অনেক ছবি ছেড়েছেন। ছবিটা বন্ধ হয়ে যাওয়ায় ওর মনটা ভেঙে গেছে।’