
যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের ক্রোইডন অঞ্চলে ছুরিকাহত হয়ে পড়ে থাকেন এক গর্ভবতী নারী। হঠাৎ করে ফোন পেয়ে অঞ্চলটির স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে তাকের উদ্ধার করে পুলিশ। পরে ওই নারীর বাচ্চাকে বাঁচানোর জন্য প্যারামেডিক পদ্ধতিতে সন্তানের জন্ম দেওয়া হয়। স্থানীয় সময় গত শনিবার এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সন্তান জন্ম দেওয়ার পরেই ওই নারী হার্ট অ্যাটাকে মারা যান। আর জন্ম নেওয়ার পর ওই নবজাতককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই নারীর সন্তান। তবে জন্ম নেওয়া নবজাতকের ছেলে না মেয়ে, তা জানা যায়নি।
নিহত ২৬ বছর বয়সী ওই নারীর নাম কেলি মেরি ফবরেলে। তিনি প্রায় আট মাসের গর্ভবতী ছিলেন বলে পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে।
লন্ডন পুলিশের ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মিক নর্ম্যান বলেন, ভয়ঙ্কর এই ঘটনায় তরুণী মা মারা গিয়েছেন এবং তার শিশুটির অবস্থাও খারাপ।
এই ঘটনায় জড়িত সন্দেহে ২৯ বছরের এক ব্যক্তিকে এবং ৩৭ বছরের এক ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই দু’জন ব্যক্তির নাম এখনও প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে।