
ডেসমন্ড আমোফা ওরফে ইটিকা
যুক্তরাষ্ট্রে ডেসমন্ড আমোফা নামের একজন জনপ্রিয় ইউটিউবার মারা গেছেন। ‘আটিকা’ নামে পরিচিত ২৯ বছর বয়সী এই তরুণ এক সপ্তাহ আগে নিখোঁজ হয়ে যান। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করার পর থেকেই আমোফা নিখোঁজ হয়ে যান। তিনি ওই ভিডিওতে আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে নিজের চিন্তা-ভাবনার বিষয়টি তুলে ধরেছেন বলে জানা গেছে।
নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৯ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আমোফা। সোমবার ইস্ট রিভার নদীর কাছ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এক ব্যক্তির ফোনকলের ভিত্তিতে তার লাশের সন্ধান পাওয়া গেছে।
এ বিষয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজকে পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এক লোক ফোন দিয়ে জানান, সাউথ স্ট্রিট সি পোর্ট এলাকার পানিতে একজনের লাশ ভাসছে। এরপরই ওই লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা, গেছে, ট্রাইসম্যান নামের নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করার পর থেকেই আমোফা নিখোঁজ হয়ে যান। এই ভিডিওতে তিনি আত্মহত্যার বিষয়ে নিজের ভাবনার বিষয়টি তুলে ধরেছেন। আট মিনিটের এই ভিডিওটি প্রকাশের পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। আর এর একদিন পর থেকে নিউ ইয়র্কের পুলিশ তার সন্ধান শুরু করে।
ইটিকাকে তার সর্বশেষে ভিডিওতে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে দেখা গেছে।
ওই ভিডিওতে তিনি বলেন, আমি দুঃখিত, আমি এতো লোককে ধাক্কা মেরে সরিয়ে দিতে পারতাম না। এখন আমার সাথে কেউ নেই।
জানা গেছে, ভিডিওতে তিনি তার মানসিক স্বাস্থ্য এবং আত্মঘাতী চিন্তার পাশাপাশি সামাজিক মাধ্যমের বিপদ সম্পর্কে বিস্তারিত বলেছেন।
তিনি ভিডিওতে নানা শ্রেনীর লোকেদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে যা কিছু থেকে বঞ্চিত হবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
তিনি বলেন, যাদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি তাদের জন্য আমি দুঃখিত। আমি আশা করি আমার জীবনকাহিনী ভবিষ্যতে ইউটিউবকে আরও ভালো স্থানে পরিণত করতে সাহায্য করবে।
এদিকে, আমোফাহার মৃত্যুর সংবাদে ইউটিউবাররা টুইটারে তারা প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। তার অনেক ভক্ত অনুরোধ করেছেন যাতে ইউটিউব তার শেষ ভিডিওটি পুনঃস্থাপন করে। ভিডিওটা সম্প্রদায়িক নির্দেশিকা লঙ্ঘনের দায়ে সরিয়ে ফেলা হয়েছে।
তবে, এ বিষয়ে ইউটিউব মন্তব্যের জন্য সিবিএস নিউজের পক্ষে অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ইউটিউব ক্রিয়েটরস অ্যাকাউন্টের কর্মকর্তার বলছেন, ইতিকার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা ইউটিউবের পক্ষ থেকে তার প্রিয়জন এবং ভক্তদের উদ্দেশ সমবেদনা জানাচ্ছি।
সূত্র : সিবিএস নিউজ