
বিদ্যা সিনহা সাহা মিম,
মুম্বাইয়ের নামি ফ্যাশন হাউস ‘বিনয়’। এত দিন তাদের শুভেচ্ছাদূত ছিলেন বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই। এবার ‘রক অন’ অভিনেত্রীর স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ২৮ জুন গুজরাটে ফটোশুটের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে যাত্রা শুরু করেছেন মিম। মুম্বাইয়ের বিখ্যাত ফটোগ্রাফার নরেন বল্লা তুলেছেন ছবিগুলো। ছিল তিন শতাধিক মানুষের ইউনিট।
মিম বলেন, ‘আগে কখনো এত বড় আয়োজনে ফটোশুট করিনি। মনে হয়েছিল যেন সিনেমার শুটিং করছি।’
‘বিনয়’-এর শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে মুম্বাইয়ে দারুণ পরিচিতি পেয়েছেন মিম। মাস ঘুরতে না ঘুরতে আবারও ডাক পেলেন মুম্বাইয়ের। সেখানকার আরেকটি ফ্যাশন হাউসের মডেল হতে যাচ্ছেন এই অভিনেত্রী। ২২ জুলাই সকাল ৭টার ফ্লাইটে ফের মুম্বাই যাবেন। খবরটি নিশ্চিত করে মিম বলেন, ‘এবারের প্রতিষ্ঠানটি আরো নামকরা। এই মুহূর্তে নাম প্রকাশ করা ঠিক হবে না। আমাকে প্রস্তাব দেওয়ার সময় প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেকআপে থাকবেন বলিউডের নামকরা সব তারকাদের মেকআপ করেন এমন কেউ।’
ফটোশুট শেষে ২৫ জুলাই রাতে ঢাকায় ফিরবেন মিম।