রসুন উৎসবে হঠাৎ বন্দুক হামলা শুরু হলে উপস্থিত জনতা দৌড়ে পালায়। ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে খাদ্য উৎসবে হামলার ঘটনায় ১৯ বছরের এক তরুণকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করেছে পুলিশ। হামলা চালানোর কিছুক্ষণ আগে গিলরয় গার্লিক ফেস্টিভ্যাল নামের খাবার উৎসবে উপস্থিত জনসমাগমের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিদ্রূপাত্মক একটি পোস্ট দেন তিনি। ছবির নিচে লেখা ছিল, ‘এই যে এসে গেছে রসুন উৎসব। আসুন, ফালতু জিনিসের জন্য একগাদা টাকা ঢেলে যান।’
গতকাল সোমবার সান হোসের দক্ষিণে ৪৮ কিলোমিটার দূরে ক্রিসমাস হিল পার্কে চলমান ঐতিহ্যবাহী খাদ্য উৎসবে হামলা চালান ওই বন্দুকধারী। এ ঘটনায় নিহত তিনজনের মধ্যে ছয় এবং ১৩ বছর বয়সী দুটি শিশু রয়েছে। আহত ১২ জন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত বন্দুকধারীর নাম সান্তিনো উইলিয়াম লিগান। হত্যাকাণ্ডে একটি একে ৪৭ রাইফেল ব্যবহৃত হয়েছে। চলতি মাসে প্রতিবেশী অঙ্গরাজ্য নেভাদা থেকে বৈধভাবে রাইফেলটি কিনেছেন তিনি। তাঁর পরনে ছিল সুরক্ষিত ভেস্ট। ডানে-বাঁয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ছিলেন তিনি।
স্থানীয় গণমাধ্যম নিহত ব্যক্তিদের মধ্যে ছয় বছর বয়সী স্টিফেন রোমেরোর পরিচয় প্রথম নিশ্চিত করে। তার মা ও নানি এ ঘটনায় আহত। আহত ব্যক্তিদের কারও পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ। তবে নিহত ব্যক্তিদের মধ্যে ২০ বছর বয়সী এক তরুণও রয়েছেন বলে জানানো হয়েছে।
নিকটবর্তী চারটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, গতকালের ঘটনায় অন্তত ১৫ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি অনলাইন জানিয়েছে, ১২ জনের শরীরে গুলির ক্ষত পাওয়া গেছে।
গিলরয়ের পুলিশপ্রধান স্কট স্মিথ গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উৎসবে কর্তব্যরত পুলিশ এক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
স্মিথ বলেন, ‘দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত কোনো হামলা নয়। আমাদের কর্মকর্তারা হামলায় যেভাবে তৎপরতা দেখিয়েছে, তাতে তাদের নিয়ে আমি গর্বিত। ছোট্ট একটি এলাকায় হাজার হাজার মানুষের বাস। এর চেয়েও বাজে ঘটনা ঘটতে পারত।’
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ভারপ্রাপ্ত প্রতিনিধি ক্রেইগ ফেয়ার সাংবাদিকদের জানান, তদন্ত কর্মকর্তারা এখন লিগানের অনুপ্রেরণা, আদর্শিক ঝোঁক এবং তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
গিলরয় গার্লিক উৎসবটি প্রতিবছর হয়ে থাকে। ১৯৭৯ সাল থেকে এ উৎসব হয়ে আসছে। শহরটি রসুন উৎপাদনে খ্যাতনামা। সবচেয়ে বেশি রসুন সেখানেই উৎপাদিত হয়ে থাকে। উৎসবে রান্নার প্রতিযোগিতাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন থাকে। উৎসবটিতে কোনো অস্ত্র নিয়ে ঢোকা নিষিদ্ধ। লিগান পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালিয়েছেন, না পুরো ব্যাপারটি নিছকই মজার ছলে ঘটিয়েছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোকজনকে সতর্ক ও নিরাপদ থাকার ওপর জোর দিয়েছেন। বন্দুকধারীকে দ্রুত থামাতে পারায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। হামলাকারীকে ‘দুষ্টু খুনি’ হিসেবে উল্লেখ করে এ হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতার ঘটনার তথ্যসংবলিত ওয়েবসাইট গান ভায়োলেন্সের তথ্য অনুসারে, এ বছর এ নিয়ে জনগণের ওপর নির্বিচারে গুলি করার ২৪৬টি ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রবিষয়ক সহিংসতায়একটি হামলায় অন্তত চারজন নিহত বা আহত হওয়ার ঘটনাকে নির্বিচারে গুলির সংজ্ঞা হিসেবে বর্ণনা করেছে। ভার্জিনিয়া বিচে পৌর ভবনে বন্দুকধারীর গুলিতে ১৩ জন নিহত হওয়ার ঘটনাটি দেশটিতে এ বছরের সবচেয়ে বড় অস্ত্র হামলার ঘটনা।