কত টাকা রোজগার করেন বা আপনার কত টাকা সম্পত্তি, তা কখনওই জানাবেন না অন্যদের।
প্রত্যেকের জীবনেই এক জন করে গুরু বা প্রথপ্রদর্শক থাকেন। তিনি আপনাকে কী পরামর্শ দিয়েছেন তা অন্যকে বলবেন না।
পরিবারে বা আত্মীয়দের সঙ্গে কী চলছে তা কখনওই বাইরের লোকের কাছে প্রকাশ করবেন না।
ভিক্ষুককে কত টাকা দান করছেন তা গোপনে রাখুন।
আপনার বয়স কত, তা পেশাগত জায়গায় জানান। কিন্তু সবার কাছে তা প্রকাশ করবেন না।
নিজের যৌন জীবনের কথা অন্যদের বলবেন না।
কী অসুখে আপনি ভুগছেন তা-ও গোপ রাখুন।
Copyright © 2010-2019