
তবে সন্ধ্যায় জানা গেল ভিন্ন সংবাদ। দেশের একটি শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমের মুম্বাই প্রতিনিধিকে শ্রদ্ধা ও তার জনসংযোগ প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, এই খবর ভুয়া। এই ঘটনার পর জাজের জনসংযোগ কর্মকর্তা বলছেন, তিনি নিজে এই বিষয়ে কিছুই জানেন না।
সকালে জাজের ফেসবুক পেজে বিভিন্ন সংবাদমাধ্যমের লিংক শেয়ার করে ধন্যবাদ জানানো হয়, মাসুদ রানা সিনেমায় শ্রদ্ধা কাপুরের অভিনয় সংক্রান্ত সংবাদ প্রকাশ করায়। তবে বিকেলে বিষয়টির সত্যতা জানতে শ্রদ্ধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। অন্যদিকে তার নিজস্ব জনসংযোগ প্রতিষ্ঠান থেকেও সংবাদটিকে ভুয়া বলে দাবি করা হয়।
এরপর বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার জনসংযোগ কর্মকর্তা সাকিব হাসান সৌখিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলে বিষয়টি সম্পর্কে তার কিছুই জানা নেই। তবে সকালে একাধিক সংবাদমাধ্যমে তার বরাত দিয়েই শ্রদ্ধার অভিনয় সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হয়েছিল।
সৌখিন বলেন, শ্রদ্ধা কাপুরের অভিনয়ের বিষয়ে আমি অফিসিয়ালি কোনো কিছুই জানি না। এটা নিয়ে কী হচ্ছে সেই বিষয়েও আমার জানা নেই।