বলিউডবিনোদন খবর
কত টাকার মালিক তাপসী, কার সঙ্গে প্রেম করছেন, বিয়ে করবেন কবে
আজ মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’। প্রথমবারের মতো এই সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন তাপসী পান্নু। এই ছবির কল্যাণে শিগগিরই বাংলাদেশের বড় পর্দায়ও তাপসীকে দেখা যাবে। তার আগে চলুন জেনে নেওয়া যাক তাপসী সম্পর্কে।
১ / ১৭

তাপসী পান্নু দিল্লির গুরু ত্যাগ বাহাদুর ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে কিছুদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেনছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৭

এরপর ২০০৮ সালে চ্যানেল ভি–র ট্যালেন্ট শো ‘গেট গর্জিয়াস’–এ অংশ নিয়ে জয়ী হন তাপসীছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৭

৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার তাপসী এর পর থেকে পুরোদস্তুর মডেল হিসেবে কাজ শুরু করেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৭

তাপসী ২০০৮ সালের মিস ইন্ডিয়াছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৭

তাপসী পান্নুর পছন্দের পোশাক শাড়িছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৭

বলিউড তারকা হিসেবে প্রতিষ্ঠা পেতে সময় লেগেছে তাপসীর। ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমা মুক্তির পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। আর অনুরাগ কাশ্যপের সিনেমায় অভিনয় করে সু–অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পানছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৭

বলিউডের সিনেমায় অভিনয় ছাড়াও তাপসীর একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। দ্য ওয়েডিং ফ্যাক্টরিছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৭

তাপসী আর তাঁর ছোট বোন সাগুন পান্নু এই কোম্পানির দেখভাল করেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৭

পুনে সেভেন এসেস নামে ব্যাডমিন্টন ফ্র্যাঞ্চাইজিরও মালিক তাপসী। এই দল প্রিমিয়ার ব্যাটমিন্টন লিগে খেলেছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৭

৩৫ বছর বয়সী তাপসী এখনো অবিবাহিত, তবে সিঙ্গেল ননছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৭

নয় বছরের বেশি সময় ধরে প্রেম করছেন ডেনিশ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো–র সঙ্গে। এই জুটিকে প্রায়ই একসঙ্গে দেখা যায়ছবি: সংগৃহীত
১২ / ১৭

তাপসী জানিয়েছেন, বন্ধুবান্ধবের সবাই বিয়ে করে ফেলেছেন। তবে তিনি এখনো বিয়ে নিয়ে ভাবছেন নাছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৭

তবে কখনো বিয়ে করলে হইরই করে নয়, বরং ছিমছাম ঘরোয়া আয়োজনে হাতে গোনা ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে কাজটা সারবেন—জানিয়েছেন এই তারকাছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৭

নিজের ৩০তম জন্মদিনে নিজেকে উপহার দিয়েছেন বিশাল এক অ্যাপার্টমেন্টছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৭

মার্সিডিজসহ এই তারকার সংগ্রহে আছে আরও বেশ কিছু গাড়িছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৭

‘ডানকি’ সিনেমা মুক্তির চাপ থেকে নিজেকে দূরে রাখতে মালদ্বীপে উড়াল দিয়েছেন তাপসী। সেখান থেকেই ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অবকাশযাপনের ছবিছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৭

একাধিক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, তাপসী (২০২৩ সালের আগস্টের হিসাব অনুসারে) ৫০ কোটি রুপির মালিকছবি: ইনস্টাগ্রাম থেকে
Discover more from AnyNews24.Com
Subscribe to get the latest posts sent to your email.