প্রাগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর হামলা, নিহত ১১
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রাগ শহরের কেন্দ্রস্থল ইয়ান প্যালেস স্কয়ারে চার্লস ইউনিভার্সিটিতে এই হামলা হয়। হামলার পর ওই স্কয়ার ও বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কক্ষের লাইট বন্ধ করে দরজার সামনে আসবাব দিয়ে ব্যারিকেড তৈরি করতে বলেছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক টার্গ প্যাশেন্স ঘটনাস্থলের কাছের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তিনি ‘মুহুর্মুহু গোলাগুলির’ আওয়াজ পেয়েছেন বলে জানিয়েছেন।
টার্গ প্যাশেন্স বলেছেন, ‘বারান্দা দিয়ে তাকিয়ে দেখি পুলিশ এসেছে। এরপর কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলের দিকে মানুষকে যেতে আটকে দিয়েছেন।’
মর্মান্তিক এ ঘটনার কারণে একাধিক কর্মসূচি বাতিল করেছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালা।
Discover more from AnyNews24.Com
Subscribe to get the latest posts sent to your email.