শনিবার শেষ হয়েছে ঈদ-উল-আযহার নাটক ‘বিন্দু’ র শুটিং। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে ধারণ করা হয় নাটকটিং দৃশ্য। আর এই নাটকের মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফফান মিতুল ও মনিশা শিকদার। রাবেয়া সুলতানা স্বপ্নার গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন গাজি আব্দুল মজিদ।
এই নাটকে মাতাল, অকর্মা স্বামীর চরিত্রে দেখা যাবে মিতুলকে। এদিকে মনিশা অভিনয় করেছেন চা বিক্রেতা এক নারীর চরিত্রে যে সংসারের হাল ধরে তবুও প্রতিনিয়ত স্বামীর অত্যাচার সহ্য করে।
নাটকটিতে আরও অভিনয় আনোয়ারসহ অসংখ্য সিনেমার অভিনেতা আফফান মিতুল ‘আমি চোর নই’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এদিকে, খুব শিগগিরই মুক্তি পাবে মনিশা শিকদারের ‘মেঘকন্যা’ সিনেমাটি।
Copyright © 2010-2019