
গত কয়েক বছরে বলিউডে পা রেখেছেন বেশ কয়েকজন তারকার সন্তান। শাহরুখ কন্যা সুহানা খানের বলিউডে আসার গুঞ্জন অনেক পুরনো। কিন্তু তার আগেই বলিউডে পা রাখতে চলেছেন আমির কন্যা ইরা খান।
তবে আমির কন্যা কিন্তু নায়িকা বা অভিনয় শিল্পী নয়, পরিচালক হিসেবে বলিউডে যাত্রা শুরু করছেন তিনি।
প্রথমে একটি ভিডিও মিউজিক বানাবেন ইরা। এর পর ‘ইউরিপিডেস মেডিকে’ নাটক পরিচালনা করবেন তিনি।
ইতিমধ্যেই সেটের থেকে ছবি তুলে শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘গাড়িতে আমি ড্যানিয়েল পেরেইরা-র পাশে বসে। হঠাৎই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হাই ইরু, তোমার কেরিয়ার শুরু। আমারও তখন তেমনটাই মনে হলো।’