
ওসামা বিন লাদেনের ভাইঝি ওয়াফা দুফোরকে। আমেরিকার মডেল জগতে তিনি পরিচিত মুখ। মডেলিং দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন আমেরিকা।
জানা গেছে আমেরিকার প্রথম সারির মডেল ওয়াফা। নিয়মিত গ্লামার হান্টে দেখা যায় তাকে। এখন ৪৩ বছর বয়স ওয়াফার। কিন্তু এই বয়সেও তিনি আমেরিকার মডেলিং জগতে একের পর এক কাজ করে চলেছেন তিনি।
কিছুদিন আগেই একটি মার্কিন পত্রিকায় ওয়াফার সঙ্গে ওসামা বিন লাদেনের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। তবে সন্ত্রাসবাদী লাদেনের ভাইঝি হওয়ায় তিনি কখনো হীনমন্যতায় ভোগেন না বলে জানালেন ওয়াফা। বললেন, যে যার কৃতকর্মের ফল ভোগ করবে। একজনের অপরাধের দায় আরেকজনের উপর চাপানো যায় না।
মডেল হওয়ার পাশাপাশি ওয়াফা আবার একজন পপ-গায়িকা। মার্কিন মুলুকে প্রচুর শো করেন তিনি।