যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল বাতেন (৫০)। তিনি গেন্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে রায়েরবাগ এলাকায় একটি ট্রাক এএসআই বাতেনের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন হাসপাতালে এসে বাতেনের লাশ শনাক্ত করেন।
এসআই মোশাররফ হোসেন বলেন, ডিউটি শেষ করে বাতেন মোটরসাইকেল চালিয়ে সাইনবোর্ডের বাসায় যাচ্ছিলেন।
আবদুল বাতেনের গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল হাই। তিনি প্রথম আলোকে বলেন, বাতেন ২৫ বছর আগে পুলিশে যোগ দেন।
যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান বলেন, বাতেনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
Discover more from AnyNews24.Com
Subscribe to get the latest posts sent to your email.